আমরা কারা

শুরুর কথাঃ

রাজশাহী থেকে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা’র আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে গত ০৭ অক্টোবর ২০১১ ইং তারিখ থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব আবুল কালাম আজাদ অনুষ্ঠানিকভাবে রেডিও পদ্মা’র সম্প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

স্টেশনের নামকরণঃ

দেশের প্রথম কমিউনিটি বেতারের নাম “রেডিও পদ্মা” নির্ধারণ করা হয়েছে। পদ্মা নদীকে ঘিরে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, জীবন ধারা, জ্ঞান, গরিমা গড়ে উঠেছে। এই কারণে এই রেডিও স্টেশনের নামকরণ করা হয়েছে এই নদীকে নিয়ে।

উদ্যোক্তা প্রতিষ্ঠানঃ

সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক একটি জ্ঞানচর্চা কেন্দ্র। প্রতিষ্ঠানলগ্ন থেকে সিসিডি দেশের উত্তরাঞ্চলে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আঞ্চলিক মিডিয়ার সক্ষমতা বাড়নো এবং যোগাযোগ মাধ্যমকে মানুষের কল্যাণার্থে ব্যবহারে উৎসাহ যোগানোর লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সিসিডি’র মূল লক্ষ্য হচ্ছে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তিকে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠ জাগরণে ব্যবহারে উৎসাহ যোগানো, সর্বস্তরের মানুষের তথ্যগত ক্ষমতায়নে প্রয়াস চালানো। এই লক্ষ্য অর্জনের একটি সামাজিক উদ্যেগ হচ্ছে রেডিও পদ্মা।

রেডিও পদ্মা’র লক্ষ্যঃ

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠ জাগিয়ে তোলা, সাধারণ মানুষের তথ্যগত ক্ষমতায়ন ঘটানো, তরুণ প্রজম্মকে এ্যাকটিভ সিটিজেনস হিসেবে গড়ে উঠতে প্রয়াস চালানো এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনা জাগরণে এবং দেশজ সংস্কৃতির পুনরুজ্জীবনে সক্রিয় ভূমিকা রাখা।

রেডিও পদ্মা’র মিশনঃ

প্রচলিত কাঠামোগত সীমাবদ্ধতার কারণে মূল ধারার গণমাধ্যমসমূহ যে সব ইস্যু ও বিষয়গুলোকে কাভারেজের আওতায় আনে না বা এড়িয়ে যায়, সেসব ইস্যু ও বিষয়গুলোকে বস্তনিষ্ঠভাবে তুলে ধরে প্রকৃত অর্থে তৃতীয় ধারার গণমাধ্যম হিসেবে গড়ে উঠা।

রেডিও পদ্মা’র ভিশনঃ

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং কণ্ঠহীন মানুষের কণ্ঠ জাগরনের একটি নিরপেক্ষ প্লাটফর্ম হবে রেডিও পদ্মা। তরুণ প্রজম্মের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা চর্চা ও বিকাশের একটি আদর্শ মাধ্যম হবে রেডিও পদ্মা।

ফ্রিকোয়েন্সীঃ

৯৯.২০ এফএম (২০০ মেগাহার্জ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রদত্ত।

লাইসেন্সঃ

লাইসেন্স নং- ০১, তারিখ: ২৯/০৯/২০১১ ইং। গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত।